নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মীদের মাঝে ভিটামিন ও খনিজ লবণ যুক্ত চাল বিতরণ করা হয়েছে। কর্মীদের সুস্থ রাখতে এবং পুষ্টিহীনতা দূর করতে এ উদ্যোগ নিয়েছে লিবাস টেক্সটাইল লিমিটেড। সোমবার দুপুরে কারখানা কর্তৃপক্ষ বিশ্ব খাদ্য সংস্থার সহায়তায় ন্যায্যমূল্যে এ চাল বিতরণ করে।
কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার লিবাস টেক্সটাইলের কারখানা চত্বরে এ পুষ্টি চাল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর দিপায়ন ভট্রাচার্য্য।
এতে অন্যান্যের মধ্যে লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার ডিরেক্টর মশিউর রহমান, বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার তৌফিক আহমেদ, লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার চিফ এক্সিকিউটিভ অফিসার আবু মাসুদ, লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার হেড অব অপারেশন শহীদুল ইসলাম, ডিজিএম (এইচ আর এডমিন) আহসানুল হক প্রমুখ বক্তব্য দেন।
তারা জানান, লিবাস টেক্সটাইলে কর্মরত প্রায় ছয় হাজার কর্মী ন্যায্যমূল্যের এ চাল পাবেন।
মতামত লিখুন :