নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের বরমীর বরনল এলাকায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ১৭ জন শ্রমিক আহত হয়।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আহতদের সকলেই শ্রীপুর পৌর এলাকার হ্যামস গার্মেন্টস নামক কারখানার শ্রমিক।
হ্যামস গার্মেন্টস কারখানার প্রশাসন বিভাগের উর্দ্ধতন নির্বাহী কর্মকর্তা সুমন প্রধান জানান,কাওরাইদ থেকে হ্যামস কারখানার ৩৫ জন পোশাক কর্মী নিয়ে বাসটি শ্রীপুরের পৌর এলাকার দক্ষিন ভাংনাহাটির হ্যামস কারখানায় যাচ্ছিল,বাসটি বড়নল এলাকায় পৌছলে রাস্তার মাঝ দিয়ে দৌড় দেওয়া একটি শিশুকে নিরাপদ করতে চালক ব্রেক কষলে বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা ১৭ জন শ্রমিক আহত হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সাদিয়া আক্তার জানান,আহতদের মধ্যে তাসলিমা নামের একজনের হাত ভেঙ্গে যাওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।অন্যান্যদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
মতামত লিখুন :