নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের পোশাক শিল্প খাতের শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘মন্ডল গ্রুপ’ এর শতভাগ রপ্তানীমুখী তৈরী পোশাক কারখানা ‘কটন ক্লোথিং (বাংলাদেশ) লিমিটেড’ এর উদ্যোগে রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। আজ সকাল আটটায় গাজীপুরা সাতাইশ থেকে খরতৈল শরীফ মার্কেট পর্যন্ত ১.১৫ কি.মি রাস্তা ঝাড়ু দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালায় প্রতিষ্ঠানটি।
কটন ক্লোথিং (বাংলাদেশ) লিমিটেড এর এইচআর এডমিন এন্ড কমপ্লায়েন্স বিভাগের সহ. ব্যবস্থাপক মি. মনছুর রহমানের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে প্রতিষ্ঠানটির পিসি কমিটির সদস্য ও সকল ঝাড়ুদারগণ অংশগ্রহণ করেন।
পরিস্কার অভিযান শেষে মি. মনছুর রহমান স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং সবাইকে নিজেদের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন করা ও দুষণ কমাতে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি অভিযানে অংশ নেয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, সুন্দর পরিবেশেই সুস্থদেহ ও সুন্দর মন থাকে। নোংরা পরিবেশ মানুষের মন ও শরীরে বিরুপ প্রভাব ফেলে। নিজেদের পরিবেশ, প্রতিদিনের চলার পথ নিজেদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে। আসুন, আমরা সবাই নিজেদেরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখি এবং নিজের শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে উদ্বুদ্ধ করি।
মতামত লিখুন :