Logo

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৪৮ লাখ টাকা ছিনতাই

Fazlul Haque
মঙ্গলবার, জুন ৭, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গাজীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে প্রকাশ্য দিবালোকে একটি পোশাক কারখানার ৪৮ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গ্রিনলাইন গার্মেন্টের একাউন্টস ও প্রশাসন বিভাগের কর্মকর্তারা সকালে আইএফআইসি ব্যাংক কোনাবাড়ি শাখা থেকে ৪৮ লাখ ৫০ হাজার টাকা তুলে হায়েজ গাড়িতে করে কারখানায় ফিরছিলেন। পথে পারিজাত আমতলা এলাকায় গাড়িটি পৌঁছলে তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থামায়। এ সময় দুর্বৃত্তরা তাদের টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম আরএমজি টাইমসকে জানান, অন্য সময় ব্যাংক থেকে টাকা তুললে কারখানা কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা চাইত। কিন্তু মঙ্গলবার ব্যাংক থেকে টাকা তোলার বিষয়টি কারখানা কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেনি এবং কোনো সহযোগিতাও চায়নি। এমনকি তাদের নিজস্ব কোনো নিরাপত্তা কর্মীও ছিল না।

ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।