সাভার প্রতিনিধি: সাভারে শওকত আলী নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। শ্রমিকদের বেতন দেয়ার জন্য এ টাকা ব্যাংক থেকে তুলে আনছিলেন তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকাল ৪ টার দিকে ঢাকা-আরচা মহাসড়কের সাভারের বলিয়াপুরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ওই ব্যবসায়ী হেভেন ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার পরিচালক।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো: গফুর মিয়া জানান, মিরপুরে একটি বেসরকারি ব্যাংক থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত হেভেন গার্মেন্টে শ্রমিকদের বেতনের টাকা নিয়ে প্রাইভেটকার যোগে আসছিলেন কারখানার পরিচালক শওকত আলী। তাকে বহনকারী প্রাইভেট কারটি বলিয়াপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মাইক্রোবাস প্রাইভেটকারটির সামনে এসে গতিরোধ করে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে আরও দুইটি মোটরসাইকেল এসে প্রাইভেটকারটিকে ঘিরে ধরে। এসময় দুর্বৃত্তের দল প্রাইভেটকারের বাইরে থেকে শওকত আলীর ডান পায়ে দুইটি গুলি করে। পরে শওকত আলীর কাছে থাকা দুইটি ব্যাগের মধ্যে মোট ২৫ লাখ ৫২ হাজার টাকার মধ্যে ১২ লাখ ৫২ হাজার টাকার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির আওয়াজে স্থানীয়রা এগিয়ে এসে শওকত আলীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ছিনতাইয়ে বিষয়টি জেনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মতামত লিখুন :