Logo

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের আত্মহত্যা

RMG Times
সোমবার, জুলাই ৩০, ২০১৮
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা: আশুলিয়ায় পোশাক কারখানার এক সুপারভাইজারের করা অপমান সহ্য করতে না পেরে তানিয়া আক্তার (২৮) নামে নারী পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে আশুলিয়ার তালপট্টী এলাকা থেকে ওই নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তানিয়া বাগেরহাটের মোড়লগঞ্জ থানাধীন বাড়ইখালী গ্রামের উজিয়াল উদ্দিনের স্ত্রী। উজিয়াল ও তানিয়া আশুলিয়ার তালপট্টী এলাকার মণ্ডল কলোনিতে ভাড়া থেকে ডিইপিজেড পুরাতন জুনের হোপিক কারখানায় ফিনিশিং সেকশনে উভয়েই চাকরি করত।

নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের রোববার কারখানায় কাজে যোগ দিয়েছিল তানিয়া। কারখানা ছুটির সময় ওই কারখানার ফিনিশিং সেকশনের সুপারভাইজার নয়ন তাকে বন্ধু-বান্ধবীদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ অপমান সহ্য করতে না পেরে তানিয়া বাসায় ফিরে রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।