Logo

চট্টগ্রামে মৃত শ্রমিকের উত্তরাধিকারীদের মধ্যে ৪৬ লক্ষ টাকার বীমার চেক প্রদান

RMG Times
রবিবার, মে ২০, ২০১৮
  • শেয়ার করুন

মীর আলতাফ হোসেন সিপন, চট্টগ্রাম:  তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের মৃত্যু হলে সরকার নিয়ন্ত্রিত ‘কেন্দ্রীয় তহবিল’ থেকে প্রত্যেক মৃত শ্রমিককে দুই লক্ষ টাকা করে প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় গত ১৯ মে ২০১৮ তারিখে চট্টগ্রাম বিকেএমইএ তার সদস্যভুক্ত কারখানার মোট ২৩ জন মৃত শ্রমিকের উত্তরাধিকারীদের মধ্যে দুই লক্ষ টাকা করে ৪৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। 

বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিকেএমইএ’র পরিচালক রাজীব দাশ সুজয়, ফজলুল কাদের, শহীদ উদ্দিন আহমেদ আজাদ ও সাবেক পরিচালক শওকত ওসমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,তৈরী পোষাক কারখানার কার্যাদেশের বিপরীতে ০.০৩% অর্থ কেটে সরকারী নিয়ন্ত্রণে থাকা ‘কেন্দ্রীয় তহবিল’ এ জমা করা হয় এবং পরবর্তীতে এ তহবিল থেকে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মৃত্যু ও পঙ্গুত্ববরণ করলে এ অর্থ প্রদান করা হয়