Logo

‘বাংলাদেশের পোশাক কারখানাগুলো অধিক নিরাপদ’-অ্যাকর্ড নির্বাহী পরিচালক

RMG Times
বৃহস্পতিবার, এপ্রিল ২৬, ২০১৮
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর অগ্নি ও ভবন নিরাপত্তার নিমিত্তে গঠিত ইউরোপ ভিত্তিক ব্র্যান্ড ও ক্রেতাদের জোট অ্যাকর্ডের নির্বাহী পরিচালক মি. রব ওয়েজ বলেছেন, ‘এখন উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের তৈরী পোশাক খাতের কারখানাগুলো অধিক নিরাপদ।” বিশ্ববিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

২০১৩ সালের ভয়াল রানা প্লাজা ধসের পর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ২৫০ টি আন্তর্জাতিক ব্র্যান্ড, বায়ার ও কোম্পানির সমন্বয়ে ৫ বছর মেয়াদী দুটি জোট গঠিত হয় যা অ্যাকর্ড ও অ্যালায়েন্স নামে পরিচিত। আগামী মে মাসে এদের মেয়াদ শেষ হবে।

অ্যাকর্ডের দ্বিতীয় পর্যায়ে আরও ৩ বছর মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে মি. ওয়েজ বলেন, ‘বাংলাদেশ সরকার পোশাক কারখানার নিরাপত্তার দায়িত্ব নিয়ে একটি সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়, তাই অ্যাকর্ডের মেয়াদ বর্ধিত করা একান্ত প্রয়োজন’।

এদিকে দেশের উচ্চ আদালত অ্যাকর্ডের মেয়াদ বৃদ্ধিতে স্থগিতাদেশ দিয়েছে। অনিবার্যতই দেশের তৈরি পোশাক খাতের নিরাপত্তার দায়-দায়িত্ব দেশকেই নিতে হবে বলে জানায় গার্ডিয়ান।