চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রামে পোশাক শ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রদর্শন ও মিছিলে পুলিশের লাঠিচার্জে শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মহানগরীর অলঙ্কার মোড় এলাকায় অবস্থিত গাউস ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পরে শ্রমিকদের বিক্ষোভের মুখে পুলিশ সজিবকে ছেড়ে দেয়। এবং মিছিল থেকে আসিফ নামের এক নেতাকে আটক করে পুলিশ।
জানা যায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন গাউস ফ্যাশন লিমিটেড এর সাধারণ সম্পাদক সজিবকে গতকাল সন্ধ্যায় কারখানার গেট থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। রাতেই এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শ্রমিক নেতা সজিবের মুক্তি দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করলে পুলিশ তাতে লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
ট্রেড ইউনিয়ন কার্যকরী সহ-সভাপতি উজ্জল আরএমজি টাইমসকে জানান, মালিক পক্ষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে সজিবকে গতকাল আটক করে নিয়ে যায় পুলিশ। আমরা বিষয়টি কারখানার উধ্বর্তন কর্মকর্তাদের বললেও তারা সজিবকে ছাড়িয়ে আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তাই সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মালিক পক্ষের ইন্ধনে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। তাতে প্রায় শতাধিক শ্রমিক আহত হয়েছে।
পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে আলামিন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এ শ্রমিক নেতা।
এ বিষয়ে গাউস ফ্যাশনের এডমিন ম্যানেজার টিটু আরএমজি টাইমসকে জানান, সজিব আটকের ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। কারখানার মালিক পক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
সজিব আটকের ঘটনার সত্যতা স্বীকার করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ বড়ুয়া আরএমজি টাইমস কে জানান, এখন মালিক ও শ্রমিক পক্ষের লোকদের নিয়ে বৈঠক চলছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না।
মতামত লিখুন :