ওয়াশিম মিয়া, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত মানব সম্পদ ও কমপ্লায়েন্স পেশাজীবিদের নতুন সংগঠন- “বাংলাদেশ এইচআর, এ্যাডমিন এ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল সোসাইটি (বিএইচএসিপিএস)” এর প্রথম সাধারণ সভা গতকাল শুক্রবার (৬ এপ্রিল ২০১৮) সন্ধ্যায় উত্তরাস্থ ভুতের আড্ডা রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।
এতে নিবাহী পরিষদের ৩৫ জন সদস্য এই সভায় উপস্থিত ছিলেন।
মীর মঈন হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোস্যাল এ্যাকাউন্ট্যাবিলিটি ইন্টারন্যাশনালের লীড ট্রেইনার ও বাংলাদেশ প্রতিনিধি এবং আরএমজি টাইমস সম্পাদক মো: আব্দুল আলিম।
নির্বাহী পরিষদের নব-নির্বাচীত সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে আব্দুল আলিম বলেন, পোশাক শিল্পের পেশাজীবিদের নিয়ে দেশে বহু সংগঠন রয়েছে, যারা কেবল সংগঠনের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করছে। কিন্তু সত্যিকার অর্থে কাজ করছে খুবই কম। কমিটিতে অন্তর্কোন্দল, অন্য সংগঠনের প্রতি বিরুপ মনোভাব পোষণা, উস্কানি দেয়াসহ বেশি কিছু কারণে কোনো সংগঠনই তাদের লক্ষ্যে পৌঁছুতে পারছে না। আমি বিএইচসিপিএস’কে সাধুবাদ জানাই, সকল পেশাজীবিদের একত্রিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মনোভাব নিয়ে সংগঠিত হওয়ার জন্য।
তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে একে অপরের প্রতি কুৎসা রটনা বন্ধ করে যার যার অবস্থান থেকে সেরা কাজটা করে যান, বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত করতে আপনাদেরকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
পরিশেষে, মীর মঈন হোসেন সকল সদস্যকে সংগঠনের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মতামত লিখুন :