ওয়াশিম মিয়া: অফুরন্ত আনন্দ আড্ডা আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজিপুরের কাপাশিয়াস্থ সবুজে ঘেরা অঙ্গনা রিসোর্ট পরিণত হয়েছিল বাংলাদেশ এইচআর, এ্যাডমিন এ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল সোসাইটি (বিএইচএসিপিএস) এর সদস্যদের পারিবারিক মিলন মেলায়। গতকাল ৩০ মার্চ ২০১৮, শুক্রবার, বিএইচএসিপিএস আয়োজিত এই ফ্যামিলি ডে ২০১৮’তে অংশ নিয়েছিল প্রায় ৬০০ জন সদস্য।
ফুটবল, ক্রিকেট ও মহিলাদের জন্য বালিশ খেলাসহ সবার জন্য দিনব্যাপী ছিল নানান আয়োজন।
দুপুরের খাবারের পর শুরু হয় জমকালো এক সাস্কৃতিক অনুষ্ঠান। আলানা গ্রুপের জেনারেল মেনেজার (এইচআর, এ্যাডমিন) এসএম শাহাদাৎ হোসেনের চমৎকপ্রদ সঞ্চালনায় উক্ত সাস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দল “দেশী ব্যান্ড” ও বিভিন্ন ফ্যাক্টরী থেকে আগত বিভিন্ন শিল্পী। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান কবিতা আবৃত্তি আর অভিনয় ইত্যাদি।
অনুষ্ঠানের এক পর্যায়ে আগামী এক বছরের জন্য বিএইচএসিপিএস’ র নির্বাহী পরিষদ (ইসি) ঘোষণা করা হয়। নর্বান গ্রুপের মীর মঈন হোসেন খানকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। ইসি কমিটির উপদেষ্টারা হলেন- লুইটেক্স ফ্যাশন লি:’র জিএম (এ্যাডমিন) শুভাশিষ সাহা, পলমল গ্রুপের জিএম (এইচআর) মাহমুদ বিন সামাদ, মাসকো গ্রুপের জিএম (এইচআর) মোহাম্মদ শাহিন ও স্কয়ার গ্রুপের এজিএম (এইচআর) রফিকুল ইসলাম।
কমিটিতে আরও যারা আছেন তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি-এসএম শাহাদাত হোসেন, জিএম (এইচআর, এ্যাডমিন), আলানা গ্রুপ; সহকারী সহ-সভাপতি মিসেস উম্মে ফ্লোরা, ডিএম (কমপ্লায়েন্স), জিএমএস ফ্যাশন লিমিটেড। সাধারন সম্পাদক- মজিবুর রহমান, জিএম (এ্যাডমিন), আল্টিমেট ফ্যাশন লিমিটেড, সহ- সাধারন সম্পাদক- বাকীউজ্জামান নিউটন, এজিএম (এইচআর), সিলিকন গ্রুপ। সাংগঠনিক সম্পাদক- জাহাঙ্গীর খান, সিনিয়র ম্যানেজার (এইচআর), পলমল গ্রুপ; সাংগঠনিক সম্পাদক-মাঈন উদ্দিন, ম্যানেজার (এইচআর এ্যান্ড কমপ্লায়েন্স), লুইটেক্স ম্যানুফ্যাক্সারিং লিমিটেড। সাধারণ সম্পাদক (মহিলা) মিসেস রোকসানা ইসলাম রুমি। অর্থ সম্পাদক- শহিদুল ইসলাম, ম্যানেজার (এ্যাকাউন্টস এ্যান্ড ফিন্যান্স), ইন্ট্রাকো গ্রুপ ও সাইফুল ইসলাম, ম্যানেজার (কমপ্লায়েন্স), মাল্টিটেক্স গ্রুপ।
প্রচার ও যোগাযোগ সম্পাদক জনাব অনীক, ম্যানেজার (এইচআর), গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড ও নূর হোসেন, ম্যানেজার (কমপ্লায়েন্স), বেঙ্গল হারিকেন গ্রুপ। ইভেন্ট, কালচারাল এ্যান্ড মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এজিএম (এইচআর), ওয়াল্টন গ্রুপ। ক্রীড়া সম্পাদক- বাশার আহমেদ, প্রিন্সিপাল অফিসার, ওয়াল্টন গ্রুপ ও রাকিবুল ইসলাম, ম্যানেজার, নিপুণ ফায়ার ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স সাইন ও মি. জাহাঙ্গীর আলম, ম্যানেজার (এইচআর এ্যাডমিন), অন্বেষা গ্রুপ সহ আরও অনেকে।
ঘোষণা শেষে মঞ্চে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বাংলাদেশ এইচআর, এ্যাডমিন এ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল সোসাইটি’র সবার জন্য দিনটি ছিল বেশ আনন্দের। পরিশেষে, র্যাফেল ড্র’এর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে সমাপ্তী হয় উক্ত ফ্যামিলি ডে’র।
এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল পোশাক শিল্পের জনপ্রিয় সংবাদমাধ্যম- আরএমজি টাইমস।
মতামত লিখুন :