Logo

আজম নিটিং লিঃ পোশাক কারখানার বকেয়া বেতনের দাবীতে আন্দোলন

RMG Times
শনিবার, মার্চ ১৭, ২০১৮
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় আজম সড়কে বকেয়া বেতন না দেওয়ায় আন্দোলন করে আজম নিটিং কর্মরত সকল শ্রমিকরা। আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কারখানার সামনে বেতনের দাবীতে অবস্থান করে তারা।

জানা গেছে , সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে এসে জড়ো হতে থাকে কিন্তু আজ সকল শ্রমিকদের পাওয়া বেতন বুঝিয়ে দেওয়ার কথা ছিলো । দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকের পাওনা বেতন না দিয়ে বন্ধ করে চলে যান কারখানার মালিক পক্ষ।

শ্রমিক মিজান বলেন, প্রতিদিন কাজ করে পাওনা বেতনের জন্য সবাই একসাথ হয়েছি কারন আমাদের বেতন না দিয়ে বন্ধ করে চলে যান মালিক। কিছুদিন আগে সকল শ্রমিকের সাথে কথা হয় মালিকের সাথে বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করবেনা। আজ বুধবার সবাইকে বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিলো।

নারী শ্রমিক রোকেয়া বলেন, আমরা প্রতিদিন কষ্ট করে কাজ করেছি কিন্তু বিনিময়ে বেতন পেলাম না এখনো বাসা ভাড়া দিতে পারেনি বাসার মালিক বাসা ছেড়ে দিতে বলেছে। হয়ত বাসা ছেড়ে দিতে হবে। আমরা চাই আমাদের বকেয়া বেতন যদি বেতন না দেয় আগামী ১৭ তারিখ কঠোর আন্দোলনের কর্মসূচী দিয়েছে সকল কর্মচারীরা।