নিজস্ব প্রতিনিধি: আর্ন্তজাতিক সংস্থা একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সেচ্ছাসেবী সংগঠন সংশপ্তক কর্তৃক বাস্তবায়িত – সাসটেইনেবল এন্ড রেসপনসিবল একশনস্ ফর মেকিং ইন্ডাস্ট্রিজ কেয়ার প্রকল্পের আওতায় আর্ন্তজাতিক নারী দিবস ২০১৮ উপলক্ষে প্রকল্প কার্যক্রমের আওতাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নারী শ্রমিকদের অংশগ্রহনে নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশের উপর পক্ষকাল ব্যাপী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
প্রতিযোগিতা তিন রাউন্ডে বিভক্ত। এরই অংশ হিসেবে গতকাল ২ মার্চ সংশপ্তক কর্তৃক পরিচালিত রৌফাবাদ মাস্টার ক্যাফে “নারী মঞ্চে” নারী শ্রমিকদের অংশগ্রহনে নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
কুইজ প্রতিযোগিতায় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান ।
আরো উপস্থিত ছিলেন প্রকল্পের লিড ট্রেইনার জয়নাব বেগম চৌধুরী মিতু, মাস্টার ক্যাফে সভাপতি মোহাম্মদ সোহেল, ক্যাফে সুপারভাইজর দিপ্তী রাণী সরকার ও ক্যাফে সাপোর্ট স্টাফ তানিয়া আকতার ।
আগামী ০৬ মার্চ কালুরঘাট “নারী মঞ্চে“ ও ০৯ মার্চ সাগরিকা “নারী মঞ্চে“ কুইজ প্রতিযোগিতা ও আগামী ১২ মার্চ প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ।
মতামত লিখুন :