ডেস্ক রিপোর্ট: ৪ টি বিভাগে মোট ১৬টি দলের অংশগ্রহনে শুরু হওয়া বিজিএমইএ কাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইউথ গ্রুপের কমফিট কম্পোজিট নিট লিমিটেড। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোন গোল না হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে লায়লা গ্রুপের বান্দো ডিজাইন লিমিটেডকে ৩-২ গোলে হারিয়ে জয়ী হয় কমফিট কম্পোজিট নিট লি:। কমফিট কম্পোজিট নিট এর পলিন ম্যান অব দ্য ফাইনাল হন যিনি টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবেও পুরস্কৃত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বান্দো ডিজাইন লি: এর মৃদুল ও সর্বমোট ১০টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান বান্দো ডিজাইন লি: এর ইমরান।
এ জয়ের মাধ্যমে প্রথমবারের মত ২ বারের রানার আপ দল কমফিট কম্পোজিট নিট লিমিটেড ২ বারের চ্যাম্পিয়ন দল বান্দো ডিজাইন লিমিটেডকে হারালো।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিজিএমইএ সহ-সভাপতি এসএস মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, সহ-সভাপতি মাহমুদ হাসান খান (বাবু), বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতামত লিখুন :