Logo

আশুলিয়ায় একটি শ্রমিকবাহী বাস উল্টে যাওয়ায় ২০ শ্রমিক আহত

Fazlul Haque
মঙ্গলবার, এপ্রিল ৫, ২০১৬
  • শেয়ার করুন

আরিফ খান, সাভার প্রতিনিধি : আশুলিয়ায় একটি শ্রমিকবাহী বাস উল্টে যাওয়ায় ২০ শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনের সাউথ চায়না গোল্ডটেক্স লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো সকালে ডিইপিজেডের বিদেশি মালিকানাধীন সাউথ চায়না গোল্ডটেক্স লিমিটেড কারখানার একটি শ্রমিকবাহী বাস সাভার থেকে রওনা দেয়। এক পর্যায়ে বাসটি সাউথ চায়না গোল্ডটেক্স লিমিটেড কারখানার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৬০ শ্রমিকের মধ্যে অন্তত ২০ শ্রমিক আহত হয়।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে কারখানা কর্তৃপক্ষ।

খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।