Logo

১৬ হাজার টাকা মজুরির দাবি গার্মেন্টস শ্রমিকদের, স্মারকলিপি প্রদানে পুলিশের বাঁধা

Fazlul Haque
মঙ্গলবার, এপ্রিল ৫, ২০১৬
  • শেয়ার করুন

ধ্রুব সেন, নিজস্ব প্রতিনিধি: নূন্যতম মজুরি ১০ হাজারসহ মোট মজুরি ১৬ হাজার করার দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার চেষ্টা করেছে গার্মেন্টস শ্রমিকরা। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করে স্মারকলিপি নিয়ে সচিবালয়ে যাওয়ার জন্য জড়ো হয় তারা। এ সময় পুলিশ তাদের সড়িয়ে দেয়। পরে তারা আবার মিছিল বের করে পল্টন মোড়ের দাকি তারা অগ্রসর হয়।

12968791_1688619768057346_2140446669_n
ছবি : ফারুক আহমেদ হেলাল

প্রত্যেক গার্মেন্টসে সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকাসহ স্মারকলিপিতে ১৬ হাজার টাকা করার দাবি উল্লেখ করা হয়েছে। একইভাবে সোয়েটারসহ সকল অপারেটরের একই হারে মজুরি বাড়ানোর দাবিও রয়েছে ওই স্মারকলিপিতে। গার্মেনটস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এই কর্মসূচির আয়োজন করে।

12939196_1688619774724012_916966846_n
ছবি : ফারুক আহমেদ হেলাল

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্ট শ্রমিকদের মজুরি গত তিন বছর আগে বাড়ানো হয়েছিল। এরপর কয়েক দফায় বাড়ি ভাড়া, গ্যাস বিল, দ্রব্যমূল্যসহ অন্যান্য ব্যয় কয়েকগুণ বেড়েছে। বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা ও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সর্বসাকুল্যে ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানান বক্তারা।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে ছিলেন, গার্মেন্ট শ্রমিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।