ওয়াশিম মিয়া, নিজস্ব প্রতিনিধি: ম্যানেজমেন্ট সিস্টেম ও অরগানিক সারটিফিকেশন কোম্পানি গ্লোবাল সাস্টেইনেবল সারটিফিকেশন সার্ভিসেস (জিএসসিএস) এর উত্তরাস্থ নতুন অফিসের মিলাদ মাহফিলকে ঘিরে বিভিন্ন পোশাক কারখানার মালিক, পরিচালক, কমপ্লায়েন্স পেশাজীবি, অডিটর, ইন্সপেক্টর, ব্র্যান্ড, বিদেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, এনজিও, সেবা প্রতিষ্ঠানসহ নানা পেশার মানুষের ঢল নামে।
[metaslider id=”8514″]
মাগরিবের নামাজ আদায়ের পর মিলাদ মাহফিল শুরু হলেও অতিথিদের আগমন শুরু হয়ে যায় আসরের আগে থেকে। প্রতিষ্ঠানটির কর্ণধার জনাব আব্দুল মোত্তালেব ও তার টিম আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও নতুন সাজানো অফিস ঘুরে দেখান।
মাগরিবের নামাজের পর পরই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মিষ্টান্ন বিতরনের পরই শুরু হয়ে যায় আড্ডা আর চলে প্রায় রাত ১১ টা পর্যন্ত। বাংলাদেশের পোশাক খাতের সব পরিচিত মুখ মেতে উঠেন কমপ্লায়েন্স, অ্যাকর্ড, এলায়েন্স, আগামী দিনের সমস্যা-সমাধান, সম্ভাবনা সহ নানা বিষয়ে।
মতামত লিখুন :