Logo

গাজীপুরে পোশাক কারখানার গুদামে অগ্নিকান্ড

RMG Times
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের সিটি করপোরেশনের জিরানীতে একটি পোশাক কারখানার গুদামে আজ মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুরের সিটি করপোরেশনের জিরানীতে অবস্থিত তুরাগ ফ্যাশন নামের পোশাক কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর এবং সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ইপিজেড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আব্দুল হামিদ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে তুরাগ ফ্যাশন পোশাক কারখানার সেমিপাকা ভবনের ফেব্রিকসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর এবং ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গুদামে থাকা ফেব্রিকস পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।