নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উজবেকিস্তান। একই সঙ্গে এদেশে তৈরি পোশাক শিল্পের জন্য ফ্যাব্রিক ও এক্সেসরিজ রপ্তানি করতে চায় তারা। ঢাকায় সফররত ১৩ সদস্য বিশিষ্ট দেশটির একটি উচ্চ পর্যায়ের সরকারি ও ব্যবসায়ী প্রতিতিধিদল শনিবার বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ফার্স্ট ডেপুটি মিনিস্টার অব ইকোনমি মুবিন মিরাজেভ।
বৈঠকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান উজবেকিস্তানকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, উজবেকিস্তান ও বাংলাদেশের মদ্ধে বহুদিনের সুসম্পর্ক বিদ্যমান। এখানে বস্ত্র শিল্পের একটি রেডি মার্কেট রয়েছে। তাই উজবেকিস্তানের ব্যবসায়ীরা এ খাতে বিনিয়োগ করলে লাভবান হবেন।
এসময় তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানী করার জন্যও তাদেরকে আহ্বান জানান।
মুবিন মিরাজেভ এদেশে বিনিয়েগের আগ্রহের পাশাপাশি এখানকান পোশাক উদ্যোক্তাদের সেখানে বিনিয়োগের আহ্বান জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা উজবেকিস্তানে বিনিয়োগ করলে তাদেরকে বিনামূল্যে জমি, স্বল্পব্যয়ে বিদুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে।
এ সময় বিজিএমইএ’ র ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) মোহাম্মদ নাসির, ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান (বাবু), বিজিএমইএ’র ডিরেক্টর মি. আশিকুর রহমান তুহিন ও মি. আতিকুল করিম খান সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মতামত লিখুন :