ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার নোয়াপাড়া এলাকায় গত রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই নারী শ্রমিক। তিনি ওই এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের আবাসিক অফিসার ডা.রাজিব চৌধুরী বলেন, তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না তা পরীক্ষা করেই নিশ্চিত হওয়া যাবে।
বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই নারী শ্রমিক সাংবাদিকদের বলেন, রোববার রাত ৮টার দিকে তিনি কারখানা থেকে বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে গামছা দিয়ে তার চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তারা তাকে দলবেঁধে ধর্ষণ করে। ভোরের দিকে তারা চলে যায়। পরে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের জানালে তারা তাকে হাসপাতালে নিয়ে যায় বলে ওই নারী জানান।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত লিখুন :