ডেস্ক রিপোর্ট : পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৬ হাজার টাকার দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
শুক্রবার বিকালে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে এই সংহতি সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মজুরি বৃদ্ধির জন্য সরকার যে বোর্ড গঠন করেছে তাতে ‘মালিকদের আধিপত্য’ স্পষ্ট।
“শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি করলে সরকার জুলুম-নির্যাতন করে তা দমন করে। সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে লুটেরাদের স্বার্থের পাহারাদারের ভূমিকা পালন করছে।” গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি অবিলম্বে ষোল হাজার টাকা ঘোষণার দাবি জানান তিনি।
পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গত ১৪ জানুয়ারি স্থায়ী মজুরি বোর্ডের পুনর্গঠন করে সরকার। ওই বোর্ডকে ছয় মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একজন জেলা জজের নেতৃত্বে চার সদস্যের স্থায়ী মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক পক্ষ ছাড়াও একজন ‘নিরপেক্ষ’ সদস্য আছেন। যখন যে খাতের জন্য মজুরি বোর্ড গঠন করা হয় সেই খাত সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একজন করে প্রতিনিধিকে যুক্ত করে মজুরি বোর্ড ঘোষণা করে সরকার।
এবার এই বোর্ডে যুক্ত হয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এবং জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার।
সংহতি সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশের আশি ভাগ রপ্তানি আয় পোশাক খাতের শ্রমিকদের হাত দিয়ে এলেও তারাই এখন ‘সবচেয়ে বেশি বঞ্চিত’। “দেশের মালিক শ্রেণি শ্রমিকদের ওপর প্রাত্যাহিক যে লুটপাট চালাচ্ছে, তা অংকের হিসাবে প্রকাশ করলে সবচেয়ে বড় লুট হিসেবে স্বীকৃতি পাবে।”
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বলেন, উৎপাদন কাজে শ্রমিক যতটুকু শক্তি ক্ষয় করে, ন্যূনতম সেইটুকু শক্তি পুনরায় অর্জন করতে যে খাবার দরকার, তাও সে পাচ্ছে না।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জলি তালুকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে শিক্ষাবিদ ড. হামিদা হোসেন, চিকিৎসক অধ্যাপক আবু সাইদ, বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ট্রেড ফেডারেশনের সভাপতি আতিউল ইসলাম, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমীন ও গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইল বক্তব্য দেন।
সৌজন্যে : বিডিনিউজ
মতামত লিখুন :