নিজস্ব প্রতিনিধি: তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে রাজধানীতে গতকাল থেকে শুরু হওয়া চার দিনব্যাপী চারটি আন্তর্জাতিক প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) দেশের পোশাক খাতের উন্নয়নে চারটি প্রদর্শনী হচ্ছে মেশিনারি, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস, গার্মেন্টস অ্যাকসেসোরিজ অ্যান্ড প্যাকেজিং এবং প্রিন্টিং মেশিনারিজ অ্যান্ড টেকনোলজি ফর দ্য গার্মেন্টস সেক্টর।
২৪টি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েসন (বিজিএপিএমইএ) সম্মিলিতভাবে প্রদর্শনীগুলোর আয়োজন করে। এ মেলা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ গার্মেন্টস এক্সেসরিজ, লেবেলিং, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইন্ক ইত্যাদিসহ সংশ্লিষ্ট মেশিনারি তুলে ধরবে।
গতকাল প্রধান অতিথি হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী গ্যাপেক্সপো-২০১৮ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএপিএমইএ-এর সভাপতি আবদুল কাদের খান, এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এর সভাপতি আবদুস সালাম মুর্শিদী প্রমুখ।
প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে অর্থমন্ত্রী বলেন, পোশাক শিল্প দারিদ্র বিমোচন ও দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। সরকার মানুষের শতভাগ উন্নয়ন চায়, মানুষের ভাগোন্নয় নিয়ে ভাবে। সরকার দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালে দেশে দারিদ্র্য থাকবে না।
আয়োজক প্রতিষ্ঠান জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী টিপু সুলতান ভূঁইয়া বলেন, গত বছরের সফল প্রদর্শনীর পর তৈরি পোশাক খাত ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। চার দিনব্যাপী এ প্রদর্শনী একই ছাদের নিচে অনুষ্ঠিত হওয়ায় টেক্সটাইল এবং তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের জন্য অভিজ্ঞতা অর্জনের অসাধারণ সুযোগে পরিণত হয়েছে। এটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।
আয়োজকরা জানান, এ প্রদর্শনীতে দেশি ও বিদেশি শিল্প প্রতিষ্ঠানসহ মোট ০৮টি হলে ৬০০টির অধিক বুথ রয়েছে। আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত , চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, থাইল্যান্ড, কলম্বিয়া, মালয়শিয়া, কানাডা, স্পেন, ফ্রান্স এবং হংকংসহ মোট ২৪ দেশের ৪৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।
মতামত লিখুন :