Logo

আইএসও সনদ পেল কিউটেক্স সল্যুশনস

Fazlul Haque
সোমবার, এপ্রিল ৪, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কিউটেক্স সল্যুশনস লিমিটেড আইএসও/আইইসি ১৭০২০:২০১২ সনদ পেয়েছে। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দিয়েছে। কিউটেক্স দীর্ঘদিন ধরে দেশের শিল্পকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পরীক্ষা, পরিদর্শন ও প্রশিক্ষণ সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তহুরা খানম বলেন, ‘এই স্বীকৃতি অর্জন আমাদের পরিদর্শন সংস্থার কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার ফল।’ ইএসও/আইইসি ১৭০২০:২০১২ একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা দিয়ে একটি পরিদর্শন প্রতিষ্ঠানের গুণগত মানের প্রতি প্রতিশ্রুতির মূল্যায়ন হয়। বিজ্ঞপ্তি