Logo

রেজিষ্টার্ড সদস্যদেরকে নিয়ে এইচসিএসবি’র প্রথম পরিচিতি সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

RMG Times
শনিবার, জানুয়ারি ২০, ২০১৮
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: অনুষ্ঠিত হলো বাংলাদেশের পোশাক শিল্প কারখানায় কর্মরত এইচ আর- এডমিন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সামাজিক সংগঠন ”HR and Compliance Society of Bangladesh (HCSB)” এর রেজিষ্টার সদস্যদের পরিচিতি ও প্রথম চা চক্র মিলনমেলা। গত ১৯ই জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ০৫:০০ ঘটিকায়, Terrace Bistro রেস্তোরা, ১৬ গরীবে নেওয়াজ এভিনিউ, সেক্টর-১১, উত্তরা, ঢাকাতে এই চা চক্র মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের আরএমজি সেক্টর ও এর সাথে সংশ্লিষ্টি এইচ আর- এডমিন ও কমপ্লায়েন্স বিভাগে কর্মরত রেজিস্টার্ড সদস্য/ সদস্যাগন অংশগ্রহন করেন।

উক্ত পরিচিতি সভা ও মিলনমেলায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রশিক্ষক , এসএআই এর লিড ট্রেইনার বাংলাদেশ প্রতিনিধি ও আরএমজি টাইমস এর প্রকাশক ও সম্পাদক, HCSB এর অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল আলীম ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ সোহেল রানা। সকল রেজিষ্টার্ড সদস্য/সদস্যাদের পরিচিতির মাধ্যমে উক্ত সভা শুরু হয়।

পরিচিতি পর্ব শেষে সভাপতি তার বক্তব্যের মাধ্যমে অত্র সংগঠনের বিভিন্ন দিক গুলো তুলে ধরেন এবং রেজিষ্টার্ড সকল সদস্য/সদস্যাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতি সাহেব তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, শুরু থেকেই তিনি অত্র সংগঠনের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। অত্র সংগঠনটির উদ্যোগে আগামি ২৬ তারিখের শীতবস্ত্র বিতরণকে উদ্যেশ্য করে তিনি বলেন, এটি একটি মহৎ উদ্যোগ এবং সামাজিক সেবামূলক কাজ। এই সেবামূলক উদ্যোগ গ্রহনের জন্য এইচসিএসবি এর পরিচালনা পরিষদ ও সকল সদস্য/ সদস্যাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এইচসিএসবি পরিচালনা পরিষদের পক্ষ্য থেকে এম. মাহবুব আলম, মোঃ ইমরানুল ইসলাম, লোকমান লাভলু ও সোহেল রানা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এই সময় তারা অত্র সংগঠনের শুরু থেকে অদ্যবধি পর্যন্ত্য উল্লেখ্যযোগ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পরিচালনা পরিষদের পক্ষ্য হতে জনাব এম. মাহবুব আলম বলেন ‍‍”আমরা গত ৫ই জানুয়ারী হতে রেজিষ্টার সদস্য সংগ্রহ শুরু হওয়ার পরে জানুয়ারী মাসে আমাদের লক্ষ্যমাত্রা ছিলো ৫০ জন সেখানে ১৯শে জানুয়ারীতেই সদস্য সংখ্যা ৫০ অতিক্রম করেছে, এজন্য পরিচালনা পরিষদের পক্ষ থেকে রেজিষ্টার্ড সকল সদস্য/সদস্যাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি”। তিনি বলেন এইচসিএসবি হবে আরএমজি সেক্টরের একমাত্র সংগঠন যেটির প্রথম কমিটিটিই হবে রেজিষ্টার্ড সদস্যদের ভোটে নির্বাচিত।

আলোচনা করতে গিয়ে জনাব ইমরানুল ইসলাম বলেন, “এখন থেকে অত্র গ্রুপের সব কিছুই হবে রেজিষ্টার্ড সদস্য/সদস্যাদের কেন্দ্রিক, তাই সবাইকে অতিসত্বর রেজিষ্ট্রেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি”। লোকমান হোসেন লাভলু এইচসিএসবি এর মূল নীতিমালা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে সংগঠনটির অন্যতম পরিচালক জনাব আনোয়ার সাদাত ভিডিও কনফারেন্সের মাধমে সকলের সাথে কথা বলেন। এরপরে সকল রেজিষ্টার্ড সদস্য/ সদস্যাগণ সবাই তাদের মতামত ব্যক্ত করেন এবং তাদের মতামতের উপর ভিত্তি করে বেশকিছু’ সিদ্ধান্ত গৃহীত হয় যেগুলো ধাপেধাপে কার্যকর করা হবে। আলোচনার সর্বশেষে মোঃ সোহেল রানা উপস্থিত সকলের মতামত নিয়ে আগামি ২৫শে জানুয়ারী অত্র গ্রুপের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে বলে ঘোষণা দেন। পরিশেষে আপ্যায়ন এর মাধ্যমে উক্ত আলোচনা সভা শেষ হয়।