ওয়াশিম মিয়া, নিজস্ব প্রতিনিধি: গত ২২/১২/২০১৭ ইং, শুক্রবার, পোশাক খাতের স্বনামধন্য ব্যক্তিবর্গের পদচারনায় রয়েল কুইজেন হয়ে উঠেছিল উৎসবমুখর, প্রাণবন্ত। বাংলাদেশে তৈরী পোশাক খাতে কর্মরত মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের এক বর্ণাঢ্য মিলনমেলা ও সেমিনার অনুষ্ঠিত হয় উত্তরাস্থ হোটেল রয়েল কুইজেনে। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “সাসটেইবিলিটি এন্ড চ্যালেঞ্জেস ইন আর এম জি ইন্ডাষ্ট্রি”।
জনাব মীর মঈন উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট (ফাইনান্স) জনাব মোহাম্মদ নাসির।
জনাব মোহাম্মদ নাসির তাঁর বক্তব্যে বলেন, ‘তৈরী পোশাক শিল্পকে টেকসই ও নির্ভরযোগ্য করে তোলার পথে আমাদের বিভিন্ন সময় নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এসমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য চাই সচেতনতা, সমন্বয় ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার মানসিকতা। দেশের অর্থনীতির ধারাকে বজায় রাখার জন্য পোশাক খাতকে এসমস্ত সকল বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এজন্য মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ তাহের, চেয়ারম্যান-সাঙ্গু গ্রুপ, জনাব মোহাম্মদ সোহেল সাদাত, চেয়ারম্যান- শিনশিন গ্রূপ, জনাব হেলাল উদ্দিন আহমেদ- ম্যানেজিং ডিরেক্টর-জে সি এল গ্রূপ এবং জনাব রাফি মাহমুদ, ডাইরেক্টর- মাহমুদ গ্রূপ।
উক্ত সেমিনারে মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।এছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে এক মনোজ্ঞ সাংস্কৃতীক সন্ধার আয়োজন করা হয়।
সবশেষে, সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।
মতামত লিখুন :