ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোশাক শিল্পের মানবসম্পদ ও কমপ্লায়েন্স পেশাজীবিদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল হিউম্যান রিসোর্স প্রফেশনালস’ (বিশার্প)’ এর অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হলো পোশাক শিল্পখাত নির্ভর দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দি আরএমজি টাইমস’। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০১৭) আরএমজি টাইমসের উত্তরাস্থ কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশার্পের সাধারণ সম্পাদক মি. নূরে এ. খান ও আরএমজি টাইমসের সম্পাদক ও প্রকাশক মি. আব্দুল আলিম এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশার্পের সাংগঠনিক সম্পাদক মি. মোহাম্মদ আলী হোসাইন।
চুক্তি সই অনুষ্ঠানে মি. নূরে এ খান বলেন, বিশার্প দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে পোশাক শিল্পের ধারাবাহিক টেকসই প্রবৃদ্ধি অর্জন ও বৈশ্বিক বাজারে গর্বের সাথে এই শিল্পকে টিকিয়ে রাখতে চায়। মানবসম্পদ ও কমপ্লায়েন্স পেশাজীবিদের প্রাণের সংগঠন বিশার্প কথায় নয় কাজে প্রমাণ দিচ্ছে। খুবই অল্প সময়ে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত এইচআর পেশাজীবিদের নিয়ে বিশার্প একটি বিশাল পরিবারে পরিণত হয়েছে। অপরপক্ষে আরএমজি টাইমস স্বল্প সময়ে পোশাক শিল্পের নির্ভরযোগ্য গণমাধ্যমে রুপ পেয়েছে। এর সুদুরপ্রসারী লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সকলই বিশার্পের সাথে অভিন্ন। এই চুক্তি শুধু মাত্র প্রাতিষ্ঠানিক চুক্তি নয়, এই চুক্তি প্রাণে প্রাণে। পোশাক শিল্পকে ভালোবাসার এক দৃঢ় বন্ধন।
মি. আব্দুল আলিম বলেন, পোশাক শিল্পের মানবসম্পদ ও কমপ্লায়েন্স পেশাজীবিদের অধিকার রক্ষায় বাংলাদেশে ভালো কোনো প্লাটফর্মই গড়ে পায়নি। মাঝে মাঝে কিছু সংগঠনের নাম শুনা গেলেও সেগুলো নিরবেই হারিয়ে গেছে। সেই দিক থেকে বিশার্প একটি সফল সংগঠন। সম্প্রতি সরকারী অনুমোদন নিয়ে তারা প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে। বিশার্পের কার্যক্রম বরাবরই প্রশংসনীয়। দক্ষ মানবসম্পদ তৈরী ও শিল্পের উন্নয়নে তারা নিরলস কাজ করে চলেছে। তাদের চলার পথে সঙ্গী হতে পেরে গর্ববোধ করছি।
মতামত লিখুন :