Logo

গোল্ডেন পেনিং এর সহযোগিতায় দুস্থ শীতার্তদের পাশে আরএমজি টাইমস

RMG Times
বুধবার, ডিসেম্বর ২০, ২০১৭
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক :  হিমেল হাওয়া আর কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চল। সারাদেশের তুলনায় উত্তরের বিভিন্ন জেলায় বরাবরই শীতের প্রকোপ একটু বেশিই এবছরও তার ব্যতিক্রম নয়। প্রচন্ড কুয়াশা আর শীতে জনজীবনে বিপর্যয় নেমে পড়েছে। বিশেষ করে ছিন্নমুল-হতদরিদ্র মানুষরা শীতে মানবেতর জীবনযাপন করছে। যথেষ্ট গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছে শীত নিবারনের। 

এসব হতদরিদ্র শীতার্ত মানুষদের মাঝে ভালোবাসা আর সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিয়েছে পোশাক শিল্প নির্ভর বাংলাদেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দি আরএমজি টাইমস’। শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ পৌছেঁ দিতে আরএমজি টাইমস পরিবার ছুটে গিয়েছিল দেশের উত্তর জনপদ দিনাজপুরে। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর ২০১৭) আরএমজি টাইমসের উদ্যোগে কাহারোল উপজেলাধীন কাহারোল ডিগ্রী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন গ্রামের হত দরিদ্র প্রায় ছয় শত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

“উষ্ণ ছোঁয়া-২০১৭ (শীতার্তদের পাশে আমরা” নামে আরএমজি টাইমসের একটি সামাজিক উদ্যোগের আওতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের বাস্তবায়নে আর্থিকভাবে সহযোগিতা করেছে বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান জার্মানী ভিত্তিক বায়িং হাউস “গোল্ডেন পেনিং”। 

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, দি আরএমজি টাইমসের সম্পাদক ও প্রকাশক মি. আব্দুল আলিম, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ূব আলী, আরএমজি টাইমসের নির্বাহী সম্পাদক মেহেদী হাসান সোহেল, গোল্ডেন পেনিং এর কমপ্লায়েন্স এক্সিকিউটিভ মি. রিফাত জাহান ফয়েজ ও  টাঙ্গাইলের সিনিয়র গণমাধ্যম ব্যক্তিত্ব মি. রশীদ আহম্মদ আব্বাসীসহ স্থানীয় স্কুল কলেজের শিক্ষক, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মী প্রমূখ। 

এসময় কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মি. আইয়ূব আলী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দিনাজপুরে এবারও ধীরে ধীরে শীতের মাত্রা বাড়ছে। কিন্তু এ জনপদের মানুষগুলো অনেকটাই সুবিধা বঞ্চিত। প্রয়োজনের তুলনায় শীত নিবারণের প্রস্তুতিও কম থাকে। সরকারী পর্যায়ে যে পরিমাণ কম্বল রয়েছে তা অপ্রতুল। আরএমজি টাইমস টীম স্বউদ্যোগী হয়ে আমাদের এলাকায় এসেছেন আমি তাদের ধন্যবাদ জানাই। 

মি. রিফাত জাহান ফয়েজ বলেন, আরএমজি টাইমসের এই মহতী উদ্যোগে “গোল্ডেন পেনিং ” সামিল হতে পেরে আনন্দিত। আমাদের প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবসময় দুস্থ্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতেও আরএমজি টাইমসের বিভিন্ন উদ্যোগে গোল্ডেন পেনিং পাশে থাকবে। 

[metaslider id=”7782″]

মি. আব্দুল আলিম বলেন, আরএমজি টাইমস বিভিন্ন সামাজিক ও মানবিক বিপর্যয়ে সবসময় দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করে। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি তারই ধারাবাহিকতার একটি অংশ। কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়নে আর্থিকভাবে সহযোগিতা করেছে গোল্ডেন পেনিং, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। 

তিনি বলেন, ঢাকা থেকে দিনাজপুরে আসাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। ক্লান্ত ছিলাম আমরা। কিন্তু একটা কম্বলের বিনিময়ে বৃদ্ধ অসহায় মানুষগুলোর মুখে ফুটে উঠা সরলতা আর প্রাপ্তির হাসি আমাদের অনেক বেশি আনন্দিত করেছে। মানবতার সেবায় আরো পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে। 

এসময় তিনি শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি সার্বিকভাবে তত্বাবধান করা ও নিরাপত্তা নিশ্চিত করায় জেলা প্রশাসন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মি. গোলাম রাব্বি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গরীব শীতার্ত খুঁজে বের করে সুষ্ঠুভাবে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করায় স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন “ছন্নছাড়ার দল” এর সদস্যদের ধন্যবাদ জানান।