নিজস্ব প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে বাসটি আটক করতে পারেনি।
নিহত দম্পতি হলেন সোলায়মান এবং নূরজাহান। তাঁরা আশুলিয়ার জামগড়া এলাকার সেতারা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। জামগড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন এই দম্পতি।
গতকাল বুধবার গভীর রাতে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ওই দম্পতি রাতের শিফটের কাজ শেষ করে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। জামগড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই নূরজাহান মারা যান। সোলায়মানকে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
মতামত লিখুন :