Logo

নারীর গার্মেন্টস জীবন!

RMG Times
শনিবার, ডিসেম্বর ২, ২০১৭
  • শেয়ার করুন

ইউসূফ আহমেদ শুভ্র : গার্মেন্টস এ সাধারণত সাত তারিখে সেলারী হয়,পরের দিন অনেক শ্রমিকই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকে! খোজ নিয়ে দেখা যায় তাদের হাজার সমস্যা! নিজের অসুস্থতা! মায়ের বা বাপের অপারেশন! খালুর মৃত্যু, ফুফুর বিয়ে বা পারিবারিক সমস্যা!

আচ্ছা, এই পারিবারিক সমস্যা টা আসলে কী? বেতনের পর তো পারিবারিক সমস্যা কমে যাওয়ার কথা কিন্তু এই সেক্টরের ক্ষেত্রে বাড়ে কেন?

কথা বলি তাদের সাথে! কমার্শিয়াল বা অঅফিশিয়াল টাইপ কথা না, পরিবারের একজন হয়ে গিয়েই কথা বলি!

আহারে! আহারে!!

যাঁদের কষ্টের বিনিময়ে এই দেশের অর্থনীতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে তাদের অনেকের জীবনে একটু সম্মান আর ভালোবাসা নেই, একটু স্বস্তির সাথে হাসিমুখে এক দন্ড কথা বলার কেউ নেই, কেউ না!

বেতন পাওয়ার দিনে বেকার স্বামী ঘরেই অপেক্ষা করে আবার কেউ কেউ তো ফ্যাক্টরি গেটেই দাঁড়িয়ে থাকে! মেয়েটা সারা মাসের খাটুনির বিনিময়ে পাওয়া টাকাগুলো দিয়ে দেয় বজ্জাতটার হাতে!

কেউ কেউ বাবার ওষুধ কিনার জন্য কিংবা ছোট বোনের একজোড়া পায়েল কিনার জন্য দুই চারশ টাকা আলাদা করে রাখে! অনেক সময়ই হয়তো স্বামী সেটা ধরতে পারে না কিন্তু মাঝেমধ্যে তো ধরা পরতেই হয়! যেদিন ধরা পরে যায় সেদিন আর রক্ষা নেই!

চোখের নিচে কালশিটে, এক দুই দিন অনুপস্থিত আর কারন জানতে চাইলে #পারিবারিক_সমস্যা!