Logo

বাংলাদেশে ব্যবসা বাড়াবে মার্কস এন্ড স্পেনসার, কিনবে শতকোটি ডলারের পোশাক

RMG Times
রবিবার, নভেম্বর ২৬, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যভিত্তিক বড় গার্মেন্টস পণ্যের নামকরা ব্র্যান্ড মার্কস এন্ড স্পেন্সার বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে ৮০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ পোশাক কিনছে। তাদের বড় সরবরাহকারী চীনসহ অন্যান্য দেশ থেকে ব্যবসা কমিয়ে বাংলাদেশে আনতে চাইছেন। গার্মেন্টস খাতের রপ্তানিকারকরা আশা করছেন, শিগগিরই এটি একশ’ কোটি ডলারের উন্নীত হতে পারে।

 

সম্প্রতি বাংলাদেশ সফর করেছে মার্কস এন্ড স্পেনসারের চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। সফরকালে তাদের রপ্তানি আদেশ সরবরাহকারী কয়েকটি কারখানা পরিদর্শন করেছে। কথা বলেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএসহ সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির কাছে পণ্য সরবরাহকারী কারখানাগুলোর অবস্থা ও সক্ষমতা দেখার জন্যই বাংলাদেশ সফর করেছে প্রতিনিধি দলটি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আর্চি নরম্যানের নেতৃত্বে ঢাকা সফররত প্রতিনিধিদলে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জিল ম্যাকডোনাল্ড, প্রধান নির্বাহি কর্মকর্তা স্টিভ রোয়ে, সোর্সিং ডিরেক্টর মার্ক লিন্ডসে। রাজধানীর গুলশানে একটি হোটেলে গত বৃহস্পতিবার বিজিএমইএ নেতাদের সঙ্গেও তারা বৈঠক করেন। বৈঠকে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র বর্তমান সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মার্কস এন্ড স্পেনসারের সিইও স্টিভ রোয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর সম্ভাবনার কথা বলেন। তিনি বলেন, সফরটি কার্যকর হয়েছে। আমরা আমাদের কিছু সরবরাহকারীর সঙ্গে সাক্ষাত করেছি। কারখানাগুলোর যে সুযোগ-সুবিধা, তা বিশ্বমানের। এটি সাপ্লাই চেইনের জন্য গুরুত্বপূর্ণ। এ সুবিধায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মার্কস এন্ড স্পেনসারের পোশাকের জন্য বাংলাদেশ আরো গুরুত্বপূর্ণ উৎস হবে বলে আশা করছি। আগামী কয়েক বছরে বাংলাদেশ উত্পাদন ক্ষেত্রগুলোর অগ্রগতি অব্যাহত রাখবে এবং আরো বড় আকারের ক্রয়াদেশ পাবে। এখানকার সরবরাহকারিদের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় হবে।

বার্ষিক সাড়ে ১০ বিলিয়ন পাউন্ড আয় করা মার্ক এন্ড স্পেনসার বর্তমানে বাংলাদেশের ৬০টির বেশি কারখানা থেকে পোশাক ক্রয় করে। গত চার বছর আগেও প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশ থেকে ৪০ কোটি ডলারের পোশাক ক্রয় করত। গত তিন বছরে এটি দ্বিগুণ হয়েছে। মার্কস এন্ড স্পেনসারের বাংলাদেশ অফিসের প্রধান স্বপ্না ভৌমিক ইত্তেফাককে বলেন, বাংলাদেশ এখন উচ্চ মূল্যের পোশাক তৈরিতে মনযোগী হচ্ছে। বেশকিছু প্রতিষ্ঠান থেকে আমরাও উচ্চমূল্যের পোশাক ক্রয় করছি। এটি ভালো সম্ভাবনার জায়গা রপ্তানিকারকদের জন্য।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, মার্কস এন্ড স্পেনসারের প্রতিনিধিদল কয়েকটি কারখানা পরিদর্শন করে বলেছেন, কারখানাগুলো বিশ্বমানের। বর্তমানে ৮০ কোটি ডলারের ব্যবসা করলেও এটি একশ’ কোটি বা তার চাইতেও বেশি হওয়ার সম্ভাবনা দেখছেন। আমাদের কারখানার সক্ষমতা দেখার পর অন্যান্য দেশ থেকে ব্যবসা এখানে আনার চিন্তা করছেন তারা। অবকাঠামোগত প্রতিবন্ধকতা ঠিক করা গেলে এই সম্ভাবনা আমরা ধরতে পারব।