Logo

তাজরীন ট্র্যাজেডির ৫ বছর, নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

RMG Times
শনিবার, নভেম্বর ২৫, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আশুলিয়ায় তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ বছর পূর্তিতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক, নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠন।

শুক্রবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরীন ফ্যাশনের সামনে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান শ্রমিকরা।

পরে বিভিন্ন শ্রমিক সংগঠন বিক্ষোভ মিছিল করে। মিছিলে শ্রমিকরা ঘটনার বিচার কাজ দ্রুত শেষ করা, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং তাদের পূণর্বাসনসহ কারখানার কর্মবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। ৭ম তলা ভবনের তিনটি ফটক তালাবদ্ধ থাকায় জীবন বাঁচাতে সেদিন লাফিয়ে পড়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অসংখ্য শ্রমিককে।

তাজরীনের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫ বছর অতিবাহিত হলেও পঙ্গুত্বের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন শত শত শ্রমিক। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের বিভীষিকাময় স্মৃতি এখনো হানা দেয় তাদের মনোজগতে। তারা এখনও আঁতকে ওঠেন বারবার।

দূর্বিসহ ভয়াবহ ঘটনার মৃত্যুকূপ থেকে ফেরা আহত অনেক শ্রমিক শুক্রবার নিশ্চিন্তপুরের তাজরিন ভবনের সামনে হাজির হয়ে সেই দিনটি স্মরণ করেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে অর্পণ করা হয় ফুলের তোড়া।

শ্রদ্ধায় অংশ নেয়া লোকজন তাজরীন ফ্যাশনে হতাহত শ্রমিকদের আবাসন ও তাদের সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় ক্ষতিপূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া আহতদের সুচিকিৎসা, নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং তাজরীনের মালিক দেলোয়ার হোসেনসহ দোষীদের শাস্তি নিশ্চিতেরও জোর দাবি জানান তারা।

তাজরীনের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্মরণে ওই গেটে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনসহ প্রায় ১০টি শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।