নিজস্ব প্রতিনিধি: ঢাকায় ‘কার্যকরী কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক একটি দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শ্যামলীতে গত শুক্রবার (১০ নভেম্বর ২০১৭) এই প্রশিক্ষণটির আয়োজন করে ‘বাংলাদেশ এনভায়রনমেন্টাল কেমিক্যাল ল্যাবরেটরী এওয়ারনেস প্রোগ্রাম (বেক্লাপ) নামের একটি সামাজিক সংগঠন।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন বেক্লাপের মুখপাত্র মি. লোকমান হোসেন নাজমুল। এতে বিভিন্ন পোশাক কারখানার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজে কেমিক্যাল ব্যবহার, রক্ষণাবেক্ষণ, স্টোরিং সিস্টেম, কেমিক্যাল বর্জ্য অপসারণ প্রক্রিয়া ও স্বাস্থ্যগত ঝুকিঁ কমানোর উপায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মি. নাজমুল আরএমজি টাইমসকে জানান, বাংলাদেশে পোশাক কারখানাসহ বিভিন্ন কলকারখানার বর্জ্য পদার্থ প্রতিনিয়ত পরিবেশ ধ্বংস করছে। তবে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতি করছে কলকারখানায় ব্যবহৃত কেমিক্যাল মিশ্রিত দুষিত বর্জ্য পানি। কারখানাগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। কিন্তু সঠিক প্রশিক্ষণ ও কেমিক্যাল ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও বর্জ্য অপসারণের সুনির্দিষ্ট ধারণা না থাকায় শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ঝুকিঁ যেমন বাড়ছে, তেমনি ভাবে দেশের পরিবেশও নষ্ট হচ্ছে। আজকের এই প্রশিক্ষণে কেমিক্যাল ব্যবহার, রক্ষণাবেক্ষণের বিভিন্ন প্রক্রিয়া ও সঠিকভাবে ইটিপি পরিচালনার মাধ্যমে কিভাবে পানি ও বায়ু দুষণ থেকে পরিবেশকে রক্ষা করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
মতামত লিখুন :