নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : আনন্দ আড্ডায় আর শত প্রাণের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন “বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস)’ এর পূনর্মিলনী সভা। গত শুক্রবার (৩ নভেম্বর ২০১৭) প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও যাদুঘরের বিশাল খোলা মাঠে পুনর্মিলনী সভাটি অনুষ্ঠিত হয়।
এতে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং সিরাজগঞ্জসহ বিভিন্ন পোশাক শিল্প অঞ্চলের পোশাক কারখানা, বায়িং হাউস ও ব্র্যান্ড-এ এইচআর এডমিন ও কমপ্লায়েন্স বিভাগে কর্মরত প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সকলের প্রাণবন্ত অংশগ্রহণে পুনর্মিলনী সভা উৎসবমূখর হয়ে উঠে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মি. নাঈম হোসাইন। সকলের পরিচয় পর্ব শেষে সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের বর্তমান কার্যবলী ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে ধরেন এবং সংগঠনটির মূল উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান কার্যবলীর পর্যালোচনা এবং নতুন কোন বিষয় যুক্ত করার ব্যাপারে সকলকে পরামর্শ প্রদান করতে আহবান জানান।
পুনর্মিলনীতে যোগ দিয়ে সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের প্রতিটা পেশাজীবিদের সংগঠন আছে, তারা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। সংগঠনের সদস্যদের মাঝে আর্থিক উন্নতির জন্য কাজ করছে। কিন্তু বাংলাদেশে কমপ্লায়েন্স পেশাজীবিদের শক্ত কোন সংগঠন নেই। বিভিন্ন উন্নয়নমুলক পরিকল্পনা হাতে নিয়ে বিসিপিএসকে আমাদের এই সেক্টরের একটি শক্তিশালী সংগঠনে রুপান্তরিত করতে হবে। এ জন্য আমাদের সকলকেই আপ্রাণ চেষ্টা করতে হবে।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মি. কালাম হোসেন, নির্বাহী কমিটির সদস্য মি. হাসিম মিয়া, মি. বাবু কুমার সাহা, মি. মাহমুদুল হাসান, মিস. রিয়া এবং মি. মিল্টন হোসেন প্রমুখ। সকলেই তাদের বক্তব্যে সংগঠনটিকে এগিয়ে নিতে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন এবং এর উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
সভা শেষে সকলে জাদুঘরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বিকেলের প্রথমভাগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের অর্থ সম্পাদক হাসিম মিয়ার সংগীত পরিবেশন এবং এনামুল হকের ঢোলের তালে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আয়োজন। তার গানে যাদুঘর মাঠ প্রাঙ্গনের পরিবেশটি উৎসব মুখর হয়ে উঠে। বিসিপিএস সদস্য ছাড়াও বিভিন্ন অঞ্চল ঘুরতে আসা র্শনার্থীরাও ভিড় করে অনুষ্ঠানটি উপভোগ করেন।
পরে কেক কাটার মধ্য দিয়ে পুনর্মিলনী সভার সমাপ্তি হয়। এসময় সংগঠনটির সভাপতি মি. নাঈম হোসনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
মতামত লিখুন :