ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অনুষ্ঠিত হলো অর্গানিক প্রোডাক্টস উৎপাদনের জনপ্রিয় স্ট্যান্ডার্ড ‘গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড (জিওটিএস) এর সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার (২৭ অক্টোবর ২০১৭) রাজধানীর উত্তরাস্থ তিনতারকা হোটেল ‘হোটেল হাইগার্ডেন’ এর মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণটির আয়োজন করে পোশাক শিল্প নির্ভর জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দি আরএমজি টাইমস’।
প্রশিক্ষণটি পরিচালনা করেন জার্মানী ভিত্তিক অর্গানিক সার্টিফিকেশন বডি ‘সেরেস জিএমবিএইচ’ এর লোকাল পার্টনার গ্লোবাল সাসটেইনেবল সার্টিফিকেশন সার্ভিসেস (জিএসসিএস) এর ব্যবস্থাপনা পরিচালক মি. আব্দুল মোত্তালেব। এতে দেশের বিভিন্ন পোশাক কারখানা, বায়িং হাউস ও বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় অর্গানিক পণ্যের জনপ্রিয় দুই ‘স্ট্যান্ডার্ড গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড (জিওটিএস) ও ‘অগানিক কনটেন্ট স্ট্যান্ডার্ড’ (ওসিএস) এর চাহিদা অনুযায়ী অর্গানিক প্রোডাক্টস উৎপাদনের বিভিন্ন ক্রাইটেরিয়া ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হয়।
আব্দুল মোত্তালেব বলেন, দিন দিন অর্গানিক প্রোডাক্টসের চাহিদা বাড়ছে। বিশ্ব বাজারে বিদেশী ব্র্যান্ডগুলো অর্গানিক প্রোডাক্টসের বাজার তৈরীতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। কারণ অর্গানিক প্রোডাক্টস তৈরীতে পরিবেশের ভারসাম্য ও বাস্তুসংস্থান সংক্রান্ত বিষয়গুলোর নিরাপত্তার উন্নতি করে এবং একই সাথে সামাজিক মান ও অর্থনৈতিক উন্নতি করে।
[metaslider id=7293]
তিনি বলেন, আমাদের দেশে পোশাক শিল্পে অর্গানিক টেক্সটাইলের চাহিদা বাড়ছে। কিন্তু কারখানা মালিক ও কর্মকর্তাদের অর্গানিক প্রোডাক্টস উৎপাদন বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় এই স্ট্যান্ডার্ড বাস্তবায়ন করতে গিয়ে অনেক ভুল করে ফেলেন। সামান্য ভুলের জন্যও কারখানা, বায়িং হাউস ও ব্র্যান্ড বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। স্ট্যান্ডার্ড সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা ও সচেতনতার অভাবে অর্গানিক স্ট্যান্ডার্ডগুলোর চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। আজকের এই কর্মশালায় অর্গানিক প্রোডাক্টস উৎপাদনের বিভিন্ন ক্রাইটেরিয়া ও স্ট্যান্ডার্ডের চাহিদাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করেছি।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য যে, জিএসসিএস জার্মান ভিত্তিক অর্গানিক সার্টিফিকেশন বডি কোম্পানী সেরেস জিএমবিএইচ এর লোকাল পার্টনার হিসেবে বাংলাদেশ ও ভারতে অর্গানিক প্রোডাক্টসের সার্টিফিকেশন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া জিএসসিএস আইএসও এর বিভিন্ন স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন, সেডেক্স, সিওসি অডিটসহ বিভিন্ন অডিট কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে থাকে।
মতামত লিখুন :