ডেস্ক রিপোর্ট : অথচ আর ৮ মাস পরই দেশের পোশাক কারখানার তদারকির দায়িত্ব বর্তাবে এই কমিটির ওপর। তবে, আরসিসিতে নেই ক্রেতাদের প্রতিনিধি। তাই, তাদের দেয়া কারখানার মান সনদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে শঙ্কা পোশাক শিল্প বিশেষজ্ঞদের।
দেশের পোশাক কারখানার সংস্কার কার্যক্রম তদারকি শেষে মার্কিন ক্রেতা জোট অ্যালায়েন্স চলে যাবে নির্ধারিত সময়েই। কিন্তু, আরেক জোট ইউরোপিয়ান ক্রেতাদের জোট অ্যাকর্ড সরকারকে না জানিয়েই মেয়াদ বাড়িয়েছিলো আরও ৩ বছর। তবে, সরকার এবং ব্যবসায়ীদের তীব্র আপত্তির মুখে পিছু হটে সংস্থাটি।
অ্যাকর্ড মোট ১৬৮৫ কারখানা পরিদর্শন করেছে। জুন পর্যন্ত, ১৩ টি শতভাগ সংস্কার কাজ শেষ করেছে। ৭৬টির প্রাথমিক কাজ শেষ। আর ৩২টির অবস্থা সন্তোষজনক। অ্যাকর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী মে মাসে। শর্ত সাপেক্ষে নভেম্বর পর্যন্ত এদেশে থাকতে পারবে সংস্থাটি। তারপরই দায়িত্ব বর্তাবে সরকারের রিমেডিয়েশন কো-অর্ডিনেশন সেল বা আরসিসি’র কাছে। কিন্তু সেই সংস্থাটি প্রস্তত নয় এখনও।
আরসিসির কার্যক্রম পরিচালনা করবেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস, গণপূর্ত অধিদপ্তর, বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, ঢাকায় রাজউক এবং চট্টগ্রামে সিডিএ প্রতিনিধিরা।
যদিও বিজিএমইএ’র দাবি, ক্রেতা প্রতিষ্ঠান চাইলে যে কোন সময়, কারখানার মান যাচাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।
মতামত লিখুন :