Logo

নো-ক্সিটের সকল কারখানায় পর্যবেক্ষণ এবং উন্নয়নে কাজ করবে ইপিক সার্টিফিকেশন

RMG Times
শুক্রবার, অক্টোবর ২০, ২০১৭
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : তৈরী পোশাক শিল্পের জার্মানীভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান ‘ডেটেক্স মোড জিএমবিএইচ’র সাপ্লায়ার নোক্সিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ৩০ টি কারখানায় সিএসআর মনিটরিং, পণ্য ও ব্যবস্থাপনার মান উন্নয়নে কাজ করবে বাংলাদেশী থার্ড পার্টি অডিট কোম্পানী “ইপিক সাসটেইনেবল সার্টিফিকেশন সার্ভিসেস (ইপিক সার্টিফিকেশন)।

সম্প্রতি নোক্সিট ও ইপিক সার্টিফিকেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আগামী এক বছর নোক্সিটের সকল কারখানায় নিয়মিত মনিটরিং. ইন্টারনাল অডিট ও দক্ষ ম্যানেজমেন্ট টীম তৈরীর মাধ্যমে বিএসসিআই সহ সকল সোস্যাল অডিট ও সার্টিফিকেশনে সন্তোষজনক ফলাফল প্রাপ্তি নিশ্চিত করবে ইপিক সার্টিফিকেশন। 

গত মঙ্গলবার (১৭ অক্টোবর ২০১৭) রাজধানীর পাঁচ তারকা হোটেল “রেডিসন ব্লু”তে জমকালো আয়োজনে  নোক্সিটের সকল কারখানার প্রতিনিধিদের অংশগ্রহণ ‘সিএসআর মনিটরিং প্রোগ্রাম’ নামে একটি প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়। ইপিক সার্টিফিকেশনের প্রধান নির্বাহী মি. রাসেল পারভেজ প্রশিক্ষক হিসেবে কার্যসূচিটি পরিচালনা করেন। 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ডেটেক্স মেড জিএমবিএইচ এর ম্যনেজিং ডিরেক্টর কুটলে য়াবরাক, নোক্সিটের চেয়ারম্যান মি. ফারুক উদ্দিন সুমন, ম্যনেজিং ডিরেক্টর মি. মাহবুবুল আলম নয়ন, এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মি. অনন্ত জলিল ও ইপিক সার্টিফিকেশনের কর্মকর্তাবৃন্দ। 

আরও ছবি:

[metaslider id=7241]