Logo

আশুলিয়ায় ঘর ভাড়া- দোকান বাকী শোধ না করায় নির্যাতন, নারী পোশাক কর্মীর মৃত্যু

RMG Times
শনিবার, অক্টোবর ১৪, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শিল্প আশুলিয়ায় বাকিতে মাছ কিনে সময়মতো টাকা পরিশোধ না করা ও বাড়ি ভাড়ার টাকা না দেয়ার অভিযোগে অমানুষিক নির্যাতন ও কক্ষের দরজা তালাবদ্ধ করে আটকিয়ে রেখে নির্যাতনে একটি পোশাক কারখানার নারী শ্রমিক মর্জিনা আক্তার (৩৫)কে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে আশুলিয়ার নিশ্চিন্তপুর কোন্ডলবাগ এলাকার পোশাক কারখানা নাসা গ্রুপের পিছনে সাইদুলের বাড়িতে এ নিহতের ঘটনা ঘটে।

নিহত মর্জিনা রংপুর জেলা সদরের সম্মানপুর এলাকার শাহেদের স্ত্রী। সে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় নাসা গ্রুপের পোশাক কারখানায় চাকুরি করতো। ওই কারখানার পিছনে রফিকের বাড়ির ভাড়াটিয়া।

এ ব্যাপারে নিহতের মেয়ে শারমিন জানান, সে গ্রাম থেকে এসেছিল মায়ের সাথে একত্রে থেকে চাকুরি করবে। দীর্ঘদিন বসে থেকেও চাকুরি না পাওয়ায় সে পুনরায় বাড়িতে ফিরে যেতে ১১ অক্টোবর আশুলিয়ার নিশ্চিন্তপুর তার মায়ের ভাড়াকৃত বাসা থেকে রওয়ানা হন।

তার মা মর্জিনা তাকে গাড়িতে উঠিয়ে দিতে বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা হলে এলাকার জসিম, কাসেম ও হৃদয় তাদের দোকানের বকেয়া টাকার জন্য ধরে নিয়ে যায়। কারণ তার মা ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাসের সুযোগে মাছ, সবজি ও মুদির দোকানে বকেয়াসহ ঘরভাড়া ৮ হাজার টাকার দেনা হন।

বকেয়া টাকার জন্য মা ও মেয়েকে পাশ্ববর্তী মাছ বিক্রেতা সাইদুলের বাড়িতে নিয়ে মারধর করে। পরে মা মর্জিনাকে দরজায় তালাবদ্ধ করে আটকিয়ে রাখে। ৩দিন যাবৎ আটক অবস্থায় শুক্রবার বিকেলে ওই বাড়িতে গিয়ে মেয়ে শারমিন তার মাকে ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসীর সহায়তায় সাইদুলের বাড়ির একটি কক্ষ থেকে গলায় রশি লাগানো অবস্থায় নিহত মর্জিনার লাশ উদ্ধার করে পুলিশ।

জানতে চাইলে, থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মর্জিনার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে সে হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে ময়নাতদন্ত শেষে জানা যাবে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতরা ইতোমধ্যে আত্মগোপনে গেছে।