ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানার কর্মকর্তা মারুফ মোল্লাকে (৩৫) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। ওই দিন রাতে অপহৃতের বাবা আব্দুল মতিন টঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এসব তথ্য জানিয়েছেন।
অপহৃত মারুফ রাজবাড়ি জেলা সদরের চরনারায়নপুর এলাকার আব্দুল মতিনের ছেলে। তিনি টঙ্গীর গাজীপুরা সাতাইশ রোড এলাকার মেক্কো সেয়েটার কারখানায় স্যাম্পল ম্যান পদে কর্মরত ছিলেন। অপহৃতের পরিবারের দাবি, মারুফ মোল্লাকে অপহরণের পর তাদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা।
মারুফ মোল্লার শ্যালক ইয়াছিন মোল্লা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মারুফ মোল্লা অফিস থেকে বাসায় ফেরার পথে অপহৃত হন। পরে রাত ১০টার দিকে মারুফের মোবাইল থেকে তার স্ত্রীর কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। এসময় টাকা না পাঠালে বা ঘটনা পুলিশকে জানালে মারুফকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। পরে ওই দিন রাতেই অপহৃতের বাবা আব্দুল মতিন টঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘মারুফকে উদ্ধারে আমরা অভিযান চালাচ্ছি। গেল ঈদের আগে কারখানা কর্তৃপক্ষ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করে। এর জেরেই হয়ত মারুফকে অপহরণ করা হয়েছে। ঘটনার দিন কারখানা এলাকায় অনেকেই ছাঁটাই হওয়া শ্রমিকদের ঘুরাফেরা করতে দেখেছেন। এই সূত্র ধরেই আমরা অপারেশন চালাচ্ছি। শিগগিরই মারুফকে উদ্ধার করতে পারবো বলে আশা করছি।’
মতামত লিখুন :