Logo

‘সাসটেইনিবিলিটি ডেভেলপমেন্ট এজেন্ডা ২০৩০’ এর প্রথম ফ্রি সেমিনার অনুষ্ঠিত

RMG Times
শনিবার, অক্টোবর ৭, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা : বিক্লাপ এর আয়োজনে ‘সাসটেইনিবিলিটি ডেভেলপমেন্ট এজেন্ডা ২০৩০’র প্রথম ফ্রি সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এপারেলস, টেক্সটাইলস, লেদার, ফুটওয়্যার এবং ফার্মাসিউটিক্যালস এর ১০০জন পরিচালক অংশগ্রহণ করেছেন। গত ৬ অক্টোবর ঢাকার হোয়াইট প্যালেস কনভেনশন সেন্টারে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মোঃ লোকমান হোসেন নাজমুল এবং স্পিকার হিসেবে ছিলেন সুমাইয়া ইসলাম সিফাত।

মি. নাজমুল আরএমজি টাইমসকে বলেন, বিশ্বব্যাপী লক্ষ অর্জনের পাশাপাশি একটি সাসটেইনেবল বাংলাদেশ নির্মানের জন্য কাজ করে এমন কমি্িুনিটির সদস্য হতে পেরে আনন্দিত। এটি আমাদের প্রথম পদক্ষেপ। আমরা সব বিভাগ এবং জেলা শহরে সাসটেইনিবিলিটি ডেভেলপমেন্ট পদ্ধতি ট্রেনিং এর মাধ্যমে সবার কাছে পৌছে দিতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করি।

নাজমুল আরো বলেন, আমরা ২০৩০ সালের মধ্যে সরকারি সহযোগিতায় সব সেক্টরে একটি সাসটেইবেবল বাংলাদেশ গড়ার জন্য বিভিন্ন সেমিনার এবং ট্রেনিংয়ের মাধ্যমে কাজ করে যেতে চাই। আমরা পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের যেমন; এনভায়রনমেন্টাল সাসটেইনিবিলিটি ডেভেলপমেন্ট, ক্যামিকেল ম্যানেজমেন্ট, ওয়েষ্ট ওয়াটার ট্রিটমেন্ট, ল্যাবরেটরি এক্রিভিয়েশন এন্ড প্রসিডিউর, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেব।