Logo

গ্লোবাল গ্রুপের এসএ-৮০০০ বেসিক অডিটর কোর্স ২৪-২৮ নভেম্বর, রেজিস্ট্রেশন চলছে

RMG Times
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৭
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বর্তমানের বিশ্বের শীর্ষস্থানীয় স্টান্ডার্ড এসএ-৮০০০ এর বেসিক অডিটর প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে গ্লোবাল গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড। রাজধানীর উত্তরাস্থ হোটেল হাই গার্ডেনের কনফারেন্স হলে পাঁচদিন ব্যাপি মৌলিক এই কোর্সটি শুরু হবে আগামী ২৪ নভেম্বর ২০১৭ থেকে।  

প্রধান প্রশিক্ষক হিসেবে এসএ-৮০০০:২০১৪ স্ট্যান্ডার্ডের পাঁচদিন ব্যাপি ট্রেনিং কোর্সটি পরিচালনা করবেন গ্লোবাল গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ প্রশিক্ষক মি. আব্দুল মোত্তালেব।

মি. আব্দুল মোত্তালেব আরএমজি টাইমসকে বলেন, যেকোনো শিল্প কারখানা বা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা বিষয়ক সার্টিফিকেশনের জন্য এসএ ৮০০০ একটি নেতৃস্থানীয় পূর্ণাঙ্গ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটির প্রতিষ্ঠাতা আমেরিকান এনজিও সোস্যাল একাউন্টিিবিলিটি ইন্টারন্যাশনাল। মূলত একটি ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটিতে শিশু শ্রম, বাধ্যতামুলক শ্রম, স্বাস্থ্য ও নিরাপত্তা, শ্রমিক সংগঠন করা ও যৌথ দরকষাকষির স্বাধীনতা, বৈষম্যতা, শৃঙ্খলা রক্ষাকারী অনুশীলন, কর্ম ঘন্টা, মজুরী ও সবগুলো মানদন্ডের ম্যানেজমেন্ট সিস্টেমসহ মোট আটটি মানদন্ডের আলোচনা করা হয়েছে। এই স্ট্যান্ডার্ডটির মানদন্ড ও অডিট প্রক্রিয়াগুলো বিশ্বের অন্যান্য প্রায় সব সোস্যাল অডিটের স্ট্যান্ডার্ডের সাথে মিল রয়েছে। 

তিনি বলেন, এই স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন অডিট করার জন্য অডিটরদের দুইটি কোর্সে উত্তীর্ণ হতে হয়। কোর্স দুইটি মূলত এই স্ট্যান্ডার্ডটির অডিট করার জন্য প্রতিষ্ঠিত হলেও যেকোনো কমপ্লায়েন্স অডিটরদের জন্য কোর্স দুইটির গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। রপ্তানীমূখি বিভিন্ন শিল্প কারখানায় কমপ্লায়েন্স পরিদর্শন করতে অডিটরদের এই প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়া জরুরী। পাঁচদিন ব্যাপি বেসিক অডিটর কোর্সটি একটি মৌলিক কোর্স। কমপ্লায়েন্স অডিট নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পোশাক শিল্প খাতের কমপ্লায়েন্স পেশাজীবিদের জন্য এই কোর্সটির ব্যাপক চাহিদা থাকায়  ২০১৩ সাল থেকে গ্লোবাল গ্রুপ বাংলাদেশে এসএ-৮০০০ বেসিক অডিটর ট্রেনিং কোর্সটি নিয়মিত আয়োজন করে আসছে।

এই কোর্সটির ফি নির্ধারণ করা হয়েছে ৯২৫ ইউএস ডলার। রেজিস্ট্রেশন চলবে ২০ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত। যোগাযোগের ঠিকানা : গ্লোবাল গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড (বাংলাদেশ অফিস) হাউসন#০১, রোড# সোনারগাঁও জনপথ এভিনিউ, সেক্টর# ১২, উত্তরা মডেল টাউন, ঢাকা ১২৩০। কন্ট্যাক্ট পার্সন : মি. হাসান , ফোন ০১৯৫৪ ২১৬৫৬৬, ই-মেইল : [email protected]।