ডেস্ক রিপোর্ট : মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে আগুন লাগার ঘটনায় ৩ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হওয়ছে।
বুধবার সকালে আইডিয়াল টেক্সটাইল মিলের ৪র্থ তলায় আগুন লাগে। এসময় ৪র্থ তলায় ৪ জন শ্রমিক আটকা পড়ে। এদের মধ্যে ৩ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে আগুনে শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ায় মৃতদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।
আটকে পড়া শ্রমিকরা হলেন, নাজমুল (২০) ইসরাত (১৮) উজ্জল (২০) নাজমা (১৯)।
ফায়ার সার্ভিসের নারায়নগঞ্জের উপ-পরিচালক ফরিদ উদ্দিন জানান, ৪ তলায় ৩ শ্রমিকের দ্বগ্ধ অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। তিনি জানান মুন্সীগঞ্জ ২টি ইউনিট ও নারায়নগঞ্জের ১টি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় পারপরই জেলা প্রশাসক সায়লা ফারজানা ঘটনাস্থাল পরিদর্শন করেন। জেলা প্রশাসকের নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএম সহ ৪ জন কর্মকর্তাকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসক ঘোসণা দিয়েছেন নিহত শ্রমিকদের দাফন কারার জন্য ২০ হাজার টাকা করে অনুদান প্রধান করা হবে।
এ বিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের ফুলকি গিয়ে কেমিক্যাল পদার্থর উপর লাগলে ঐস্থান থেকেই আগুনের সূত্রপাত।
মতামত লিখুন :