Logo

ত্রান ও ঔষুধ দিয়ে বন্যা দুর্গতদের পাশে নীট প্লাস লিমিটেড

RMG Times
শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে মানুষ। বন্যার পানিতে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। প্লাবিত হয়েছে বসতবাড়ি সহ বিস্তৃর্ণ ফসলের মাঠ। জরুরী ত্রানের অপর্যাপ্তায় অসহায় মানুষের দূর্ভোগ অবর্ণনীয়। দুস্থ পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে এখনো। ত্রানসহযোগিতা পৌছেঁ দিয়ে বন্যার্ত এসব মানুষদের পাশে দাঁড়িয়েছে পোশাক শিল্পের শতভাগ রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান নীট প্লাস লিমিটেড। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর ২০১৭) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১০০০ টি (এক হাজার) পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও ঔষুধ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। 

নীট প্লাসের দেয়া ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, হাফ কেজি তেল, তিন কেজি আলু, দুই কেজি চিড়া, এক কেজি লবন, এক পাতা প্যারাসিটামল, খাবার স্যালাইন, হাফ কেজি চিনিসহ মোট ১৩ কেজি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। 

ত্রাণ বিতরণী কার্যক্রমের সার্বিক তত্বাবধায়নে ছিলেন নীট প্লাসের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইসতিয়াক আহমেদ পাটোয়ারী।বিতরনের সময় উপস্থিত ছিলেন নীট প্লাস লিমিটেড এর নির্বাহী পরিচালক ও সিইও জনাব আজাদ আহমেদ পাটোয়ারী, জেনারেল ম্যানেজার (ইউনিট-১) জনাব আকরামুল আজম সেলিম, জেনারেল ম্যানেজার (ইউনিট-২) জনাব মোয়াজ্জেম হোসেন, এইচআর এন্ড কমপ্লায়েন্স এর সহকারী ম্যানেজার জনাব খন্দকার যোবায়ের, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান, গয়েশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেফাতুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোকাররম হোসেন চৌধুরী সহ স্থানীয় অনান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি নীট প্লাস লিমিটেড এর উর্ধতন কর্মকর্তাগণ।