Logo

যশোরে রাজ টেক্সটাইল চালুর দাবিতে বিক্ষোভ

Fazlul Haque
রবিবার, মার্চ ২৭, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : যশোরের নওয়াপাড়ায় মজুরি পরিশোধ ও মিল ফের চালুর দাবিতে রাজ টেক্সটাইল মিলের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। দাবি না মানা হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গত বৃহস্পতিবার নওয়াপাড়ায় মিলসংলগ্ন এলাকায় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ ও বিােভ করেছেন শ্রমিকেরা।

জানা গেছে, শ্রমিকদের না জানিয়ে ১০ দিনের অস্থায়ী নোটিশ দিয়ে মিলটির ফ্যাক্টরি তালাবদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৪৫০ শ্রমিক পাঁচ লাখ ৪০ হাজার টাকা বকেয়া মজুরি পাওয়ার আশায় মিল গেটে আসে। বিকেল ৪টায় তিন শতাধিক শ্রমিক মিল গেটে অবস্থান নেন। পরে অবস্থানরত শ্রমিকেরা মিল গেটের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিােভ জানান। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন, সিফটিং সুপারভাইজার শওকত আলী ও মফিজুর রহমান ময়না মালিকপরে সাথে আঁতাত করে গত শুক্রবার ফ্যাক্টরি গেটে তালা ঝুলিয়ে দেয়।

চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি মিলের কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি নওয়াপাড়া-২। মার্চ মাসে মিলে বিদ্যুৎ সংযোগ না থাকায় উৎপাদনকাজ বন্ধ হলেও কোনো নোটিশ না দেয়ায় শ্রমিকেরা মিলে হাজিরা অব্যাহত রাখেন। তবে মিলের লিজিং মালিক কিছু শ্রমিক নেতা এবং কিছু কর্মকর্তার সহায়তায় ফ্যাক্টরি গেটে তালা ঝুলিয়ে দেন।

গত সোমবার থেকে শ্রমিকেরা বকেয়া মজুরি পাওয়ার আশায় মিল গেটে ধরনা দেয়ার পর বৃহস্পতিবার বিকেলে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিােভ করে। পরে হাইওয়ে পুলিশের এসআই দীন মুহাম্মদের নেতৃত্বে একটি টিম মজুরি পাওয়ার আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে শ্রমিকদের নিয়ে মিল গেটে সরিয়ে দেন।