নিজস্ব প্রতিনিধি, আশুলিয়া : আশুলিয়ার মেডলার অ্যাপারেলসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছে।
আজ (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশেপাশের কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসময় ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
মতামত লিখুন :