Logo

মাল্টিফ্যাবসে বয়লার বিস্ফোরণ : নিহত তিন শ্রমিকের নামে হত্যা মামলা

RMG Times
বৃহস্পতিবার, জুলাই ৬, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি :জীপুরে মাল্টিফ্যাবস পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে আটজনই অজ্ঞাত। আর যে তিন শ্রমিকের নাম উল্লেখ করা হয়েছে, তারা ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

জয়দেবপুর থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, গত মঙ্গলবার রাতেই চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশীদ মামলাটি করেন। এতে আসামিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। মামলার আসামি তিন শ্রমিক হলেন— কারখানার বয়লার অপারেটর আব্দুস সালাম (৪৮), শ্রমিক মনছুরুল হক (৪১) ও এরশাদ হোসেন (৩৭)।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ জুন বয়লারটির মেয়াদ শেষ হওয়ায় নবায়নের জন্য আবেদন করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু কারখানা ছুটি থাকা অবস্থায় অপারেটর আব্দুস সালাম ও মনছুরুল হক দুর্ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বয়লার ঠিক আছে কিনা দেখার জন্য কর্তৃপক্ষকে না জানিয়েই তা চালু করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত কারখানাটি নয়দিনের ছুটি ছিল। কারখানা ছুটি হওয়ার আগে গত ২৪ জুন বয়লারটির মেয়াদ শেষ হওয়ায় নবায়নের জন্য ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বয়লার অধিদফতরে আবেদন করেন কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ৪ জুলাই কারখানা খোলার কথা থাকলেও তার আগের দিন ডাইং সেকশনের অধিকাংশ শ্রমিক কর্মস্থলে যোগ দেন। বয়লার অধিদফতরের পরীক্ষা-নিরীক্ষার আগেই কারখানা ছুটি থাকাবস্থায় বয়লার অপারেটর আবদুস সালাম, এরশাদ হোসেন ও মনসুরুল হক কর্তৃপক্ষকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে ৩ জুলাই সন্ধ্যায় বয়লারটি চালু করে। বয়লারটি চালুর কিছুক্ষণের মধ্যেই তা বিস্ফোরিত হয়ে ভবনের একাংশ ধসে পড়ে ও মেশিনপত্র দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৩ নিহত এবং ৪০ জন আহত হন।

নিহতদের আসামির তালিকায় রাখার বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, তারা দোষী কিংবা দায়ী কিনা, তা তদন্ত করে দেখা হবে। দোষী না হলে অভিযোগপত্রে তাদের নাম বাদ দেয়া হবে। আর কেউ মারা গেলে এমনিতেও বিচারের পর্যায়ে নাম বাদ দেয়া হয়। এছাড়া এ ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ছাড়পত্র ছাড়া বয়লার চালানোর দায়ে মাল্টিফ্যাবস লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আবদুল মান্নান জানান, বয়লার আইনের ২৩ ও ২৪ ধারা অনুযায়ী মাল্টিফ্যাবসকে এ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার মাল্টিফ্যাবসের নামে জরিমানার নোটিসটি ইস্যু করে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। কারখানাটির বিরুদ্ধে অনুমোদনের চেয়ে বেশি চাপে ও প্রধান বয়লার পরিদর্শকের ছাড়পত্র ছাড়া বয়লার চালানোর অভিযোগ আনা হয়।