ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য আগামী শুক্র এবং শনিবার পোশাক কারখানা এলাকার ব্যাংক শাখাগুলো খোলা থাকবে। ওই দুই দিন ব্যাংকের বিমানবন্দর, সমুদ্র বা নৌবন্দরসংশ্লিষ্ট অথোরাইজড ডিলার শাখাগুলোও খোলা থাকবে।
রেমিট্যান্সসংশ্লিষ্ট কিছু শাখা খোলা থাকবে শুধু শনিবার। এ ছাড়া সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশনের কাছের তফসিলি ব্যাংকের শাখা আগামী শুক্র, শনি ও রবিবার তিন দিনই খোলা থাকবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে তিনটি আলাদা সার্কুলার লেটার জারি করে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি সার্কুলারে বলা হয়েছে, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার বাণিজ্যিক ব্যাংকের শুধু তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী শুক্রবার অর্ধদিবস (সকাল ৯.৩০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত) এবং শনিবার পূর্ণ দিবস (সকাল ৯টা ৩০ ঘটিকা থেকে বিকাল ৪টা পর্যন্ত) খোলা রাখার নির্দেশনা দেওয়া হলো।
অন্য একটি সার্কুলারে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিতরণের উদ্দেশ্যে আগামী শনিবার বৈদেশিক রেমিট্যান্স সুবিধাভোগী গ্রাহকের সংখ্যা ও রেমিট্যান্সের পরিমাণের ভিত্তিতে স্বীয় বিবেচনায় প্রয়োজনীয়সংখ্যক শাখা খোলা রেখে শুধু নগদ অর্থ জমা ও উত্তোলন এবং বৈদেশিক রেমিট্যান্স বিতরণসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হলো।
আগামী শুক্র ও শনিবার ব্যাংকের বিমান, সমুদ্র বা নৌবন্দরসংশ্লিষ্ট অথরাইজড ডিলার শাখাগুলো খোলা রাখার পাশাপাশি দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশনের কাছের তফসিলি ব্যাংকের শাখা আগামী শুক্র, শনি ও রবিবার তিন দিনই খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত লিখুন :