ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরী এবং পণ্য সনদ প্রদানকারী প্রতিষ্ঠান “অ্যাইটেক্স বাংলাদেশ” তাদের সেবা গ্রহণকারী ও শুভাকাঙ্খীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জুন, ২০১৭) রাজধানীর উত্তরাস্থ মমতাজ মহল চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পোশাক কারখানা, অডিট কোম্পানী, এনজিও, ব্যান্ড ও বায়িং হাউস থেকে তিন শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
এসময় প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি জনাব আতিকুর রহমান আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
তিনি আরএমজি টাইমসকে বলেন, পবিত্র রমজানে ইফতার মাহফিলের মাধ্যমে বছরে একটি দিন আমাদের সেবা গ্রহণকারীদের একত্রিত করাই আমাদের আয়োজনের উদ্দেশ্য। ছোট্ট আয়োজনে সকলের অংশগ্রহণে অত্যন্ত খুশি হয়েছি।
ইফতার মাহফিলে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
মতামত লিখুন :