ডেস্ক রিপোর্ট : সাভারের পাকিজা ডাইং এন্ড প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুনে ২১ শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার সময় কারখানার ভিতর থেকে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসে।
খবর পেয়ে সাভার, আশুলিয়া, কালিয়াকৈর ও মিরপুর থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভিতরে এখনও আগুন রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
কারখানাটির কেমিক্যাল গোডাউনে আগুন লাগার কারণে তা নিভাতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
এ সময় দ্রুত কারখানা থেকে বেড়িয়ে আসতে গিয়ে ২১ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে গুরুতর অগ্নিদগ্ধ ১০ শ্রমিককে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। –
সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজুর হোসেন জানান, কারখানার কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তা ব্যাপক আকারে কাপড়ের গোডাউনে ছড়িয়ে পড়ে।
কারখানার মালিক মো: রফিক রাতেই ঘটনাস্থলে আসেন। কারখানাটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হলেও রাত ১০ টার দিকে তা কিছুটা স্বাভাবিক হয়েছে৷ কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি৷ সম্পূর্ণভাবে আগুন নেভার পর তা তদন্ত করে দেখা হবে।
মতামত লিখুন :