নিজস্ব প্রতিনিধি : প্রচন্ড রোদ আর তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন পোশাক শিল্প কারখানার শ্রমিকরা। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় বেশ কয়েকটি কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। গণহারে শ্রমিকদের অসুস্থ্য হওয়ার ঘটনায় জরুরী ভিত্তিতে পাঁচটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অসুস্থ্য শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ২৪ মে সকালে কটন ক্লাব (বিডি), তাসনিয়া, মাল্টিসেফ ও আলিম গ্রুপের দুটি কারখানাগুলো ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, সকালে কাজে যোগ দেয়ার পর সকাল নয়টার দিকে হঠাৎ করে গণহারে শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটলে অসুস্থদের হাসপাতালে চিকিৎস্যার জন্য পাঠিয়েছে কর্তৃপক্ষ। পরে জরুরী ভিত্তিতে কারখানাগুলো ছুটি ঘোষণা করে।
মতামত লিখুন :