Logo

অতি গরমে করনী গার্মেন্টসে কর্মবিরতি, পরিস্থিতি সামলাতে ওরস্যালাইন বিতরণ

RMG Times
বুধবার, মে ২৪, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : অতি গরমে নাভিশ্বাস উঠেছে পোশাক কারখানার শ্রমিকদের। টানা কয়েকদিন দিনের প্রচন্ড তাপদাহে সারাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বিভিন্ন শিল্প কারখানাগুলোতেও স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। দেশের বিভিন্ন পোশাক শিল্পে গরমের কারণে শ্রমিক অসুস্থ্য ও ছুটির দাবীতে আন্দোলনের ঘটনা ঘটছে। ডেল্টা গার্মেন্টস, কটন ক্লাব বিডিসহ মন্ডল ও মাল্টি গার্মেন্টেসসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গরমের কারণে ছুটি চাওয়ায় মাসকো গ্রুপের তাসনিয়া ফ্যাব্রিক্স লিমিটেড ছুটি ঘোষণা না করায় অফিস কক্ষে ভাংচুরের ঘটনাও ঘটেছে।

করণী নীট কম্পোজিটের প্রিন্টিং সেকশনে নিজ উদ্যোগে সরবত বিতরণ করেছে কর্মকর্তারা

এদিকে গরমে অতিষ্ঠ হয়ে গতকাল মঙ্গলবার ছুটির দাবীতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের রতনপুরে অবস্থিত করণী নীট কম্পোজিট নামের একটি গার্মেন্টেসে কর্মবিরতি ঘোষণা করে শ্রমিকরা। পরে পরিস্থিতি সামাল দিতে ওরস্যালাইনসহ ঠান্ডা পানীয় বিতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কর্তৃপক্ষ। 

এর আগে সোমবার গাজীপুরের করণী নীট কম্পোজিট লিঃ প্রিন্টিং সেকশনে শ্রমিকদের জন্য নিজ উদ্যোগে লেবু ও আখের গুড়ের শরবত করেছে প্রিন্টিং সেকশনের কর্মকর্তারা। ফ্লোর ইনচার্জ মাইনুল ইসলাম ও তার সুপারভাইজাররা টাকা তুলে শ্রমিকদের জন্য এই মহৎ কাজ টি করেন।